ফিদাকা নাফসি, আবি ওয়া উম্মি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০২ ২০২০, ০০:০৮

মুহাম্মদ ইমদাদুল হক ফয়েজী

 

সুন্দর ধরণীতে যত বৃক্ষ-পাতা,

যত ফুল-ফল, তরু-লতা

যত অংকুর-বীজ, শস্য-ছড়া

সকল নদী-সাগরের যত তরঙ্গ-ঊর্মিমালা

যত পাখ-পাখালী, আকাশের যত তারা

সমূহ ঝর্ণাধারার ক্ষুদ্র ক্ষুদ্র যত কণা

ওই সবগুলোর সমষ্টি থেকেও

কোটি কোটি গুণ বেশি ভালবাসা।

ফিদাকা নাফসি, আবি ওয়া উম্মি

ওগো প্রাণের স্পন্দন

কলিজার টুকরো রাসুলাল্লাহু।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ভালবাসা শুধুই ভালবাসা

অসংখ্য, অগণিত, অশেষ;

অবারিত, নিরন্তর, অসীম ভালবাসা

শুধু আপনার প্রতি

ফিদাকা নাফসি, আবি ওয়া উম্মি

ওগো প্রাণের স্পন্দন

কলিজার টুকরো রাসুলাল্লাহু।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম