ফাহাদের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৭ ২০১৯, ১৬:২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। ঘরে-বাইরে সর্বত্রই মানুষ নিরাপত্তাহীন। বুয়েটের মত প্রতিষ্ঠানের আবাসিক হলের রুম থেকে একজন মেধাবী ছাত্রকে ধরে নিয়েহলে ভিতরেই নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশবাসী স্তম্ভিত।

নেতৃদ্বয় বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠনের অপকর্ম থামছেই না। একর পর এক হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির ঘটনা চালিয়ে যাচ্ছে তারা। ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পরেই আবরারকে ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দেশের স্বার্ধনতা, সার্বভৌমত্ব ও স্বার্থের পক্ষে কথা বলার কন্ঠকে স্তদ্ধ করে দেয়া হচ্ছে। একজন দেশপ্রেমিক মেধাবী ছাত্রকে রুম থেকে ধরে নিয়ে হলের ভিতরে এভাবে পিটিয়ে হত্যা জাতির ভাবিষ্যতের জন্যে এক অশনিসংকেত।

বিবৃতিতে নেতৃদ্বয়, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার সাথে জড়িত ছাত্রলীগের সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাসিÍ দিতে হবে। একই সাথে শিক্ষাঙ্গণে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, চাঁদাবাজিসহ সকল অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

একুশে জার্নাল/ইএম