ফাজিল মাদরাসার সভাপতি হতে লাগবে ন্যূনতম স্নাতক পাস
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২২ ২০২০, ১৪:৪৫
ফাজিল (স্নাতক) মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এর নিচে কেউ উক্ত পদে আসীন হতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বগুড়ার একটি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির মনোনয়নের বৈধতা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারকরা এ রায় দিয়েছেন।
রিটের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট মো. হুমায়ন কবির জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে সংসদ সদস্যের ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুকে মনোয়ন দেওয়ায় তার সভাপতি পদ বাতিল করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের এ নির্দেশের পর এখন ওই প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রিধারী ৩ ব্যক্তির নাম পাঠাবেন। ৩ জনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। কিন্তু ডিও লেটারে কেউ সভাপতি হলে তা বাতিল হবে।