ফরিদপুরে ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৫ ২০২০, ১৩:২৭

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে প্রবাসী আলমগীর কবির এর পক্ষ থেকে মোট ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় আলমগীর কবির এর পক্ষ থেকে মোট ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ব্যক্তিগত পক্ষ থেকে মোট ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ফরিদপুর জেলার সকল উপজেলায় আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

চরভদ্রাসন উপজেলার কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী, হোমস্টেড ফ্লোরিডা বিএনপি’র সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির উপদেষ্টা, ফরিদপুর জেলার বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, জননেতা জনাব মোঃ আলমগীর কবির।

জনাব আলমগীর কবির বলেন, দেশে করোনা মহামারির কারণে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পরেছে। এজন্য আমি আমার করেছি।বর্তমানে করোনার পাশাপাশি বন্যায় অনেক মানুষ কর্মহীন, ঘর হারা হয়েছেন। তাই আমি বন্যার্ত্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আপনাদের সকলের দোয়া থাকলে আমার কর্মসূচী অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।