ফরিদপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬ জনকে জরিমানা
একুশে জার্নাল ডটকম
জুন ১১ ২০২০, ১৯:৫১
নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে আজ দুপুরে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকি এড়াতে স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ২৬ জনকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (১১ জুন) দুপুরে ভ্র্যাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। এসময় তার সাথে ছিলেন, সদরপুর থানার পুলিশ (আইন-শৃংখলা) বাহিনী।
সাধারন মানুষকে করোনা সংক্রমন থেকে সচেতন করার জন্য অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্য বিধি না মানলে আমারা ভবিষৎতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করব বলে জানান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।