ফরিদপুরে বেদে পল্লীর শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ 

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২৬ ২০২৫, ২৩:২৪

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাঠের প্রতি মনোযোগ সৃষ্টি করতে তাদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা সংলগ্ন উপজেলার ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণকরা হয়।

স্কুল ড্রেস সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো. তহিদুল ইসলাম, সাংবাদিক এ. টি. এম ফরহাদ নান্নু, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে।

স্কুল ড্রেস পেয়ে এ সময় উচ্ছ্বসিত হয়ে উঠে বেদে পল্লীর শিশুরা।