ফরিদপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৬ ২০২০, ১০:০৭
ফরিদপুরে সদর উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন, যারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরমুখী একটি বাস মল্লিকপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
নিহতদের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ। দুর্ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পাশের পুরাতন ব্রিজ দিয়ে যান চলাচল করছে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।