ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৫ ২০২০, ২০:২১
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে ‘দৈনিক আজকের সারাদেশ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার (২৫ অক্টোবর) ফরিদপুর জেলা জজ কোর্ট পাড় পৌর মার্কেটের ২য় তলায় ২৭ নং কক্ষে পত্রিকার নতুন এ অফিসে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পত্রিকার ৫ম বর্ষ সফলভাবে পদার্পণে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলার আকাশ পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম অহিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন, প্রফেসর তারিক হোসেন খান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি জুবায়ের জাকির, দৈনিক খবরের জেলা প্রতিনিধি আবুল হোসেন আজাদ, দৈনিক ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস, ফরিদপুর বাণীর সম্পাদক মুশফিকুর রহমান ঝান্ডা, বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সস্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাঙ্গালী সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম মোল্লা, সাপ্তাহিক মেধার সম্পাদক আনোয়ার জাহিদ, সাপ্তাহিক কানাইপুর বার্তার সম্পাদক জাহিদুল ইসলাম, নাগরিক দাবী পত্রিকার সম্পাদক মোঃ হায়দার খান, মাসিক কাশফুল সাহিত্য পত্রিকার সম্পাদক কবি আঃ রাজ্জাক রাজা, সাংবাদিক হিমায়েত হোসেন হিমু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ খলিলুর রহমান, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার আইন উপদেষ্টা এ্যাডঃ রইচউদ্দিন সোহেল।
উপস্থিত ছিলেন মাই টিভি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি নাজিম বকাউল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, দৈনিক নবচেতনা ও ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, বাঙ্গালী সময়ের বার্তা সম্পাদক শ্রাবন হাসান, নাগরিক বার্তা প্রতিনিধি নিরঞ্জন মিত্র নিরু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রবিউল হাসান রাজিব, ফটো সাংবাদিক এহসান শোভন, মধুখালী উপজেলা প্রতিনিধি সজীব মোল্লা, সদরপুর প্রতিনিধি আনোয়ার হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ আল মামুন, শরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক ও মানবিক ফরিদপুর সংগঠনের সভাপতি নিলুফার ইয়াসমিন রুবি,
বাঙ্গালী সময়ের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ সেলিম মোল্লা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ‘দৈনিক আজকের সারাদেশ পত্রিকা’র নির্বাহী সম্পাদক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন মোল্লা।