ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
একুশে জার্নাল ডটকম
মে ৩১ ২০২০, ১৮:০৩
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে জাতির আরেক শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মুক্তিযোদ্ধার নাম কমলেশ চক্রবর্তী (৬০)।
তিঁনি ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছিলেন। তিঁনি মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্বীয়- স্বজন রেখে গেছেন।
আজ সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিঁনি। ফরিদপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতিও ছিলেন এই মুক্তিযোদ্ধা।
ফরিদপুর মেডিকেল কলেজের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু সাংবাদিকদের জানান, গত (২২ মে) তিঁনি করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ সকালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি মারা যান। তাঁর সাথে পরিবারের সাত সদস্যও করোনায় আক্রান্ত ছিলেন বলে জানান তিঁনি।
মুক্তিযোদ্ধার মৃত্যুতে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-২ আসনের এমপি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ জেলা মুক্তিযোদ্ধা কমিটি গভীরশোক ও সমবেদনা জানিয়েছেন।