ফরিদপুরে করোনায় একদিনে আরো ৭ জনের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১০ ২০২১, ১৯:৫৯

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছে।
এরমধ্যে চারজন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে বাকি তিনজন উপসর্গ নিয়ে।
আজ ১০ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলার মোট মৃত্যু ৪৪৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৮০ টির। এর মধ্যে পজিটিভ হয়েছে ১৭৬ জন এর।
এখানে ভর্তি আছে ২১৮ জন। ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৮৫ জন।