ফরিদপুরের সালথায় বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৪ ২০২০, ১৪:৪২

ফরিদপুরের সালথা উপজেলায় মহামরি করোনা ভাইরাসের এই দূর্সময়ে যেন খাদ্য উৎপাদন ব্যাহত না ঘটে সেই লক্ষ্য কেন্দ্র করে হত দরিদ্র কৃষকদের মাঝে বীনামূল্যে সার ও ধানবীজ বিতরন করা হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনা ও সার্বিক তত্বাবধায়নে আজ ১৩ই এপ্রিল সোমবার সকালে সালথা উপজেলা চত্তরে খরিপ-১ প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৬ শত ৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের জন প্রতি ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সামাজিক ও নিরাপদ দুরত্ব বজায় রেখে কর্মসূচীর উদ্বোধন করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
কৃষকদের এই প্রণোদনা প্রদান বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোন জমি অনাবাদি রাখা যাবে না। এই দূর্যোগের মূহুর্তে যেন খাদ্য সংকট সৃষ্টি না হয় সে লক্ষে কৃষকদের খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রাখতে হবে।