ফরিদপুরের সালথায় কর্মহীন চা দোকানীদের মাঝে ত্রাণ বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৭ ২০২০, ১৫:৫৮
বীর মুক্তিযোদ্ধা সংসদ উপনেতা সৈয়দা চৌধুরী এমপি ও তার ছোট পুত্র বিশিষ্ট কৃষি বিজ্ঞানী( গবেষক) জনাব শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে মহামারি করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদারদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ওয়াদুদ মাতুব্বর।
গতকাল (১৬ এপ্রিল) সকাল ১১ টায় সালথা উপজেলার আটঘর ইউনিয়নে সামজিক দূরত্ব বজায় রেখে লোকজনের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াহাব, জনাব গিয়াস উদ্দিন গিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আহম্মদ ফকির সহ শীর্ষ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
এ সময়ে উপস্থিত উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, “বীর মুক্তিযোদ্ধা সংসদ উপনেতা জনগণের বন্ধূ সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) ও বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষি গবেষক জনাব শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যাক্তিগত তহবিলের পক্ষ থেকে আটঘর ইউনিয়নে বসবাসকারী ১২৫ জন অসহায় চায়ের দোকানী প্রত্যেককে ১০কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল ও ৩ কেজি আলু প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের বাকি কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদারদের বাড়িতেও নেত্রী সাজেদা চৌধুরী ও জনাব লাবু চৌধুরীর পক্ষে ত্রান পৌঁছে দেওয়ার কথা জানান।