ফরিদপুরের সদরপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু
একুশে জার্নাল
জুন ০২ ২০২০, ০০:১৭
![](https://ekushejournal.com/wp-content/uploads/2020/06/received_897704980670589.jpeg)
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা সংবাদদাতা: ফরিদপুরের সদরপুরে আক্রান্ত হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের মাঠ শৌলডুবী গ্রামের মো. রুবেল আকন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম মৃত কালাম আকন।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকালে নিজ বাড়িতে সে মৃত্যুবরণ করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সাল।
সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম গিয়ে জানাজা সম্পন্ন করে লাশ দাফন করে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ডাঃ ওমর ফয়সল, উপজেলা জামে মসজিদের ইমাম ও সদরপুর থানা পুলিশ এর উপস্থিতিতে জানাজা সম্পন্ন করা হয়।
জানা যায়, মো. রুবেল আকন পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসে। পরে তিনি শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত শনিবার তিনি পাশের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। গত রবিবার ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাবে এ নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। পরবর্তীতে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর জেলায় এই নিয়ে সাত জনের মৃত্যু হল।