ফরিদপুরের মধুখালীতে ইমাম-মুয়াজ্জিন ঐক্যের আলোচনা সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৪ ২০২০, ১১:৫৯

সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ১০ টায় মধুখালী উপজেলার, বাগাট এর ঘোপঘাট বাস স্ট্যান্ড জামে মসজিদে ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, সমাজে অবহেলিত ইমাম – মুয়াজ্জিনদের এই ঐক্য সংগঠনের মূল উদ্দেশ্য হল ইমাম – মুয়াজ্জিনদের কল্যাণ সাধন অর্থাৎ বিপদ-আপদে একতাবদ্ধ হয়ে পথ চলা। এতে উপজেলার বাগাট, নওপাড়া, কোড়কদি ও আড়পাড়া ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিনগণদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাওলানা সিফাতুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মোঃ নায়েব আলি, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক হাফেজ মোঃ জাহিদ বিন আজিজ, মধুখালি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মধুখালি উপজেলা শাখা, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সংগঠনের উদ্যক্তা, সাধারন সম্পাদক ও উজানদিয়া পুর্বপাড়া জামে মসজিদ ইমাম হাফেজ মাওলানা মো. আলম হোসেন এ প্রতিবেদককে জানান, সভায় যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে উল্লেখযোগ্য করেকটি হল – ইমাম সাহেবগণ তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন। কুরআন হাদীসের আলোকে কথা বলবেন। হক্ক কথা বলবেন। শুধু মাত্র আল্লাহতালা ছাড়া আর কাউকে ভয় পাবেন না। এই সংগঠনের সদস্যদের ইচ্ছা হলেই (ইমামকে) মসজিদ থেকে তাড়াতে পারবেনা। সংস্লিষ্ট মসজিদের ইমামকে অন্যায় ভাবে কেউ হয়রানি করলে সংগঠনের সকল ইমামগণ তার পাশে থাকবেন।