ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৪:০২

ফরিদপুর জেলা প্রতিনিধি;

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। উপজেলা ভাঙ্গায় ২৮ মার্চ,২০২০ পীরেরচর নামক সড়কে সন্ধ্যায় নসিমন উল্টেগিয়ে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যাক্তির নাম মোঃ ইউনুছ মাতুব্বর (৫৬) তার গ্রামের বাড়ি অালগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে। বর্তমানে একই ইউনিয়নের সোনাখোলা গ্রামে তার বর্তমানে বসবাস ছিল । তিনি তিন ছেলে ও একমেয়েসহ অসংখ্য অাত্বীয় স্বজনরেখে গেছেন। মৃত্যুর দিন রাত সাড়ে দশটায় বালিয়াচরা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে বালিয়াচরা কবরস্হানে তাকে দাফন করা হয়েছে ।