ফরিদপুরের ভাঙ্গায় ভার্চুয়াল স্কুলের উদ্বোধন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০২০, ১৩:০৪

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় ভার্চুয়াল স্কুলের শুভ-উদ্বোধন ঘোষণা করলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান।

২৯ জুন (সোমবার) ভাঙ্গায় Zoom মিটিং এর মাধ্যমে এ স্কুলের শুভ-উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা শিক্ষা অফিসার এবং ভাঙ্গা উপজেলা ভার্চুয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি – সৈয়দ আহমেদ জামসেদের সভাপতিত্বে Zoom মিটিং এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোসাল।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন ফরিদপুর জেলার ভার্চুয়াল স্কুলের পরিচালক অর্পুব কুমার দাস, ভাঙ্গা উপজেলা একাডেমী সুপার ভাইজার, প্রহলাদ বিশ্বাশ, ভাঙ্গা ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃর্ধা, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ।