ফরিদপুরের ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ৩০ ২০২০, ০০:২৫
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ মিয়া, সাবেক এ.এস.পি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমারত হোসেন, আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাবেক ওসি বীর মুক্তিযোদ্ধা মো.গিয়াসউদ্দিন অারজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খসরু, বীর মুক্তিযোদ্ধা সাফিনুর হাসান নান্নু, বীর মুক্তিযোদ্ধা হাসমত মীর, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগন প্রমুখ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুর রহমান।