ফরিদপুরের ভাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
একুশে জার্নাল
মার্চ ১০ ২০২০, ১৪:৩৩

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে রকিবুর রহমান খান যোগদান করেছেন।
তিনি গতকাল ৯ মার্চ ২০২০ আনুষ্ঠানিকভাবে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সাথে দেখা করেন এবং ভাঙ্গায় যোগদান করেন। এর আগে ভাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে জেলা প্রশাসক অতুল সরকার তার কার্যালয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদের বদলীজনিত কারণে ভাঙ্গাবাসী নতুন একজন উপজেলা নির্বাহী অফিসারকে পাওয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদী দারুল আরকাম মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা জানিয়েছেন।