ফরিদপুরের ভাঙ্গায় ধাওয়া খেয়ে চোর আটক
একুশে জার্নাল
মে ১৯ ২০২০, ২২:১৮

ফরিদপুর জেলা সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় এক চোরকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে ১৭ই মে ভাঙ্গা হসপিটালের মোড়ে।
জানা যায়, ভাঙ্গা হসপিটালের মোড় থেকে ১টি বাইসাইকেল, ২টি মোবাইল ফোন ও দোকানের ক্যাসবাক্স থেকে হাত দিয়ে নগত (২০০০০/) বিশ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন ধাওয়া করে। পরে ভাঙ্গা বাজার শাড়ী পট্টি থেকে চোরটি ধরা পড়ে।
পর্বরতীতে চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।