ফরিদপুরের ভাঙ্গায় ত্রাণ বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৪ ২০২০, ১৩:৫৯

ফরিদপুর জেলা প্রতিনিধি; দেশে করোনা ভাইরাসে যখন ঘরথেকে মানুষ বের হতে পারছেন না, অসহায় হত-দরিদ্রের মানুষগুলো ঘরে বন্ধি হয়ে ক্ষুধার্ত , ঠিক তখনি ভাঙ্গা উদয়ন-ক্লাব এন্ড লাইব্রেরীর সদস্যগন অামেরিকা প্রবাসী সাবেক ভাঙ্গা কে এম কলেজের ভিপি বাংলাদেশ আওয়ামীলিগের একজন নিবেদিত প্রাণ মোঃ সাখাওয়াত বিশ্বাসের পরামর্শে তাদের নিজস্ব অর্থায়নে ক্লাবের সকল সদস্যগন এক হয়ে অসহায় মানুষের সেবক হিসেবে ভাঙ্গা উদয়ন-ক্লাব এন্ড লাইব্রেরীর পক্ষথেকে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ক্লাবের সামনে ১২৫টি গরীব,অসহায় হত-দরিদ্র মানুষের মধ্যে জনপ্রতি ৫কেজি চাল, এক লিটার তেল,এক কেজি ডাল দুইকেজি অালু ও একটি করে স্যাভলন সাবান বিতরন করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন মুন্সী মোঃ মিজানুর রহমান,মিয়ান মোঃ অালমগীর হোসেন,মোঃ অালম মুন্সী,মোঃ বিলাশ মুন্সীসহ ক্লাবের সদস্যগন ছাড়া এ সাংবাদিক এবং এলাকার সুধীজন।

এ ব্যাপারে ভাঙ্গা বাজার কমিটির সহ-সভাপতি এবং ক্লাবের সদস্য মিয়ান মোঃ অালমগীর এ প্রতিবেদককে জানান,অামরা উদয়ন-ক্লাবের সদস্যগন করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতনতা মূলক পরামর্শ দিতে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।অামরা মানুষের পাশে অাছি এবং যতদিন এই করোনা থাকবে অামরা উদয়ন-ক্লাবের সদস্যগন মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।