ফরিদপুরের ভাঙ্গায় গাছে ঝুলন্ত লাশ উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০২ ২০২০, ১৮:৪৫

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের এক প্রবাসীর লাশ রবিবার (১ নভেমম্বর) সকালে তার নিজ বাড়ির পাশের গাছের সাথে ঝুলান্ত অবস্থায় উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, উদ্ধারকৃত লাশটি নাম নজরুল খন্দকার(৩৫)। তিনি ওমান প্রবাসী। ছুটিতে বাড়িতে আসছিলেন।

সূত্রে আরো জানা যায়, উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের মৃত্যু মোসলেম খন্দকারের ছেলে মো. নজরুল খন্দকার (৩৫) গত শনিবার সন্ধ্যায় রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে অার ফিরে অাসেনি,পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। সারারাত তাকে খুজা-খুঁজি করে না পেয়ে সকালে তার বাড়ির পাশে গাছের সাথে গলায় রশিদিয়ে ঝুলন্ত অবস্হায় দেখতে পান স্থানীয়রা।

পরে উপস্থিত এলাকাবাসী ভাঙ্গা থানায় খবর দিলে পুলিশ এসে গাছ থেকে ঝুলন্ত অবস্হায় লাশটি উদ্ধার করে ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভাঙ্গা থানার এস আই তদন্ত কর্মকর্তা সৈয়াদুর রহমান বলেন, গত ১৫/২০ দিন আগে ওমান থেকে দেশে এসেছেন নজরুল খন্দকার, তিনি গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে অার ফেরত আসেনি, পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজির করেন।

এরপর, পরের দিন রবিবার সকালে স্হানীয় জনগণ বাড়ির পাশে রেন্ডী গাছে ঝুলন্ত অবস্হায় তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পরে লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।