ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত স্বাস্থ্য সহকারী, মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৮ ২০২০, ১১:১০

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় এবার করোনায় আক্রান্ত হলেন সাস্থ্য সহকারী। জানা যায়, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের স্বাস্হ্য সহকারী মো. নুরুজামান এর করোনা ভাইরাস পজেটিভ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।

স্বাস্থ্য সহকারী মো. নুরুজামান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে কর্মরত রয়েছেন।

ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডােরের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আমিনুল ইসলাম আর নেই।

জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে ভাঙ্গাবাসী
মারাত্বকভাবে শোকাহত। তিঁনি (২৭ মে) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর বলে জানা যায়।

সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদটির সত্যতা নিশ্চিত করেন তাঁর নিকটস্থ আত্বীয়-স্বজনেরা।

জানা যায়, ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাড়িতে তিঁনি অসুস্থ্য হয়ে পড়ায় দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিঁনি করোনা পজেটিভ ছিলেন এ তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন ফকির।