ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৪ ২০২০, ১৮:০৪

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনাম এক মহিলার লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন এলাকাবাসী।

উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের বিল থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে মা ও ছেলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভাঙ্গা থানা পুলিশ গত সোমবার (৩ আসষ্ট) রাত ১০টার দিকে অজ্ঞাতনামা ওই মহিলার লাশ উদ্ধার করেছে।

লাল পায়জামা ও সাদা রঙের জামা পরিহিত রয়েছে লাশের গায়ে। এছাড়া একটি রড ও কাল দড়িসহ লোহার ওজন বাটখারা আলামত হিসাবে জব্দ করা হয়েছে।

এদিকে সন্দেহেজনক অবস্থায় মা ও ছেলে আটককালে পুলিশ গ্রামের মনির হোসেনের পাকা বাড়িতে তল্লাশীকালে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার রাতেই ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় শত শত গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায়, সন্ধ্যায় গ্রামের একজন কৃষক পানিতে একটি বস্তা ভেসে থাকতে দেখে প্রতিবেশী গ্রামের অন্যদের খবর দেয়। বস্তা ভাসার খবরে গ্রামের উৎসক জনতা সেখানে ভীর জমিয়ে তোলে। তাদের কাছে বিষয়টি সন্দেহজন হওয়ায় তারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশকে জানান। পরে গ্রাম পুলিশ সদস্য নিজে একটি নৌকা নিয়ে বস্তার পাশে গিয়ে দেখতে পায় হাত পা উঁচু অবস্থায় মাথা বস্তার ভিতরে রাখা অজ্ঞাতনামা মৃতদেহ ভাসছে।

পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাতনামা ঐ মহিলার পরিচয় জানতে পারা যায়নি।