ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১০ ২০২০, ১৮:৫২

নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার আলগী ইউনিয়নের নগর মানিকদী গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন আহম্মেদ আরজু’র উদ্যোগে আগামী (১৫ অাগস্ট) জাতীয় শোক দিবস পালন ও কাঙ্গালী ভোজের আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার অনুষ্ঠানটি গত (৮ অাগস্ট) শনিবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের নগর মানিকদী গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন অাহম্মেদ-এর বাড়িতে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এ.এস.পি.বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সন্পাদক মোঃ শরিফুজ্জান শরিফ, গ্রাম্য ডাক্তার কমল দাস, হুমায়ন আযাদ টুলু, আসাদুজ্জামান আসাদ, মোঃ মনিরুজ্জামান টিপু, এ্যাডঃ মোঃ রুহুল আমিন বাবু, গ্রাম্য ডাঃ আতিয়ার রহমান, মোঃ আবুল খায়ের মাতুব্বর, আসাদ মোল্লা, মোঃ হাসান মিয়া, নওফেল মিয়া, ইলিয়াস মাস্টার, কৃষকলীগ নেতা লিটন মিয়া, আলগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অাসলাম, আলগী ইউনিয়ন অাওয়ামীলিগের সাধারন সন্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা এনামুল, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেত্রীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী ইউনিয়নের স্বনামধন্য, সফল মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা।