ফরিদপুরের বর্ষীয়ান আলেম আল্লামা জহুরুল হক অসুস্থ; দেশবাসীর কাছে দোয়ার আবেদন
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৬ ২০২২, ২২:৪৬

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সালথার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুরুরা নিজামুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা জহুরুল হক (১০৫) অসুস্থ হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন হুজুরের ছেলে মাওলানা মো. নেছার উদ্দিন আহমেদ।
এ খবর পেয়ে অনেক ছাত্র-শুভাকাঙ্ক্ষী হুজুরকে দেখতে হাসপাতালে ছুটে যান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে একুশে জার্নাল-এর সাথে কথা হয় হুজুরের ছেলে মাওলানা মো. নেছার উদ্দিন আহমেদ এর সাথে।
তার কাছে অসুস্থতার ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ দিন আগে অজু করতে গিয়ে পরে গিয়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে আব্বাজানের হাঁড়ে সমস্যা হয়। বর্তমানে উনার বয়স একশ চার/পাঁচ বছর। গতকাল আব্বাজান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়। আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি ভালো আছেন। ঝুঁকিমুক্ত থাকায় হাসপাতাল থেকে মাদরাসায় নিয়ে আসছি। এখন পুররা মাদরাসায় বিশ্রামে রয়েছেন তিনি। উনার জন্য দোয়া করবেন।