ফরিদপুরের নগরকান্দা উপজেলা লকডাউন ঘোষণা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৪ ২০২০, ১৪:৩৯
প্রথম বারের মত দুইজন করোনাভাইরাস আক্রান্ত রুগীর সন্ধান পাওয়া গেছে ফরিদপুরে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এর ফলে পুরো নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্ত দুইজনের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হবে। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি পুরু স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক অতুল সরকার এর নির্দেশক্রমে পুরো নগরকান্দা উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করা হলো।
এই নির্দেশ আজ রাত থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে জেলার অন্য কোন উপজেলা থেকে কেউ এই উপজেলায় প্রবেশ বা বের হতে পারবে নাহ।
উপজেলার সকল আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ থাকবে। তবে এই সময় কালে জরুরি পরিসেবা দেয়া যান ও ব্যাক্তি এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এর আগে বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যাক্তির ও আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যাক্তিরও করোনা রিপোর্ট পজেটিভ আসে।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যাক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যাক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনের ফল পজেটিভ এসেছে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যাক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যাক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যাক্তি বাড়িতে থাকতেন না।
জেলা প্রশাসক অতুল সরকার জানান, ঢাকা থেকে রিপোর্ট পাওয়ার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা প্রশাসনের টিম ওই দুই ব্যাক্তির বাড়িতে গিয়েছে। তারা দুজনই মোটামুটি সুস্থ আছে, তবে একজন অপেক্ষাকৃত অসুস্থ।
জেলা স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এবং অপর জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশ ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
সূত্রে জানা যায়, এরই যের ধরে পুরো নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে গতকাল থেকেই।