ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ: মালিকের স্বেচ্ছাচারিতায় বাড়ি ফিরলেন খালি হাতে

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৩ ২০২০, ২২:৫৪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় অবস্থিত এ্যালবুম ডিজাইন লিমিটেড গার্মেন্টসের সামনে ১২ এপ্রিল রবিবার সকাল থেকে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

তাদের সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন,গত ২৬ মার্চ করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে আমাদের গার্মেন্টসও ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। ২ এপ্রিল আমরা গার্মেন্টসে আসলে সরকারি নির্দেশনা মতে আবারো ১১ এপ্রিল পর্যন্ত ছুটি বর্ধিত ঘোষণা করে। সেই সাথে একই দিন বকেয়া বেতন পরিশোধের কথা বলেন। পূর্ব ঘোষণা মতে আমরা ১১ এপ্রিল রবিবার গার্মেন্টসে হাজির হলে ফ্যাক্টরীর গেইট বন্ধ দেখতে পেয়ে কর্তব্যরত সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতেই তিনি গেটের বাইরে একটি নোটিশ দেখিয়ে দেন। তাতে উল্লেখ করা হয়েছে যে এ্যাবলুম ডিজাইন লিমিটেড গার্মেন্টস লে-অফ (ছুটি কালীন সময়ে শ্রমিক অর্ধেক বেতন পাবে এবং যাদের কর্মকাল একবছর পূর্ণ হয়নি তারা কোন বেতন ভাতা পাবে না)ঘোষণা করা হয়েছে এবং বকেয়া বেতনের জন্য আগামী ২৬ এপ্রিল আসতে বলা হয়েছে।

এ শ্রমিক আরো বলেন, আমরা সারা মাস কাজ করে বেতন পাইনি এখনো, ঘরে খাবার নেই। তারউপর আবার লে-অফ ঘোষণা অন্যায় হয়েছে। আমরা অবিলম্বে আমাদের বকেয়া বেতন পরিশোধ ও লে- অফ উঠিয়ে নেয়ার দাবি জানাই।
উল্লেখ্য, বিক্ষোভ চলাকালে এ্যাবলুম কর্তৃপক্ষের কাউকে ফ্যাক্টরিতে খুঁজে পাওয়া যায় নি।

এ বিষয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ শাহিনের সাথে কথা বললে তিনি বলেন, সারাদেশে মহামারী চলছে।এ পরিস্থিতিতে বেতন আটকে রাখাই অমানবিক, তারউপর আবার লে-অফ ঘোষণা চরম অন্যায় হয়েছে। আমি ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও লে-অফ উঠিয়ে নেয়ার জোর দাবি জানাই।