ফণী

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৫ ২০১৯, ০৫:২৯

ফণী

ইলিয়াস সারোয়ার

বাঁধ ভেঙে গ্রাম
ভাসছে আসাম
বাংলা উরিষ্যাতে
সাগর ধারে
বিপদ ভারে
সংকেত আছে সাতে ৷

ঘূর্ণিবায়ু
নিচ্ছে আয়ু
একের পরে এক
বজ্রাঘাতে
মরছে প্রাতে
মানুষ খারাপ নেক ৷

দুলছে পাতা
বৃক্ষ মাথা
ভাঙছে গাছের শাখ
উড়ছে বাড়ি
মরছে নারী
বৃদ্ধ শিশুর ঝাঁক ৷

যাচ্ছে আরও
স্কুলগাড়িও
ছাত্রসহ ভেসে
রাক্ষুসী এই
ফনীর ফলেই
জীবন জলে মেশে ৷