ফটিকছড়ি-২ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন এর নির্বাচনী তহবিল ও সমন্বয় কমিটি গঠন
একুশে জার্নাল
আগস্ট ১১ ২০১৮, ১৬:২৬
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ:ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রিয় সার্কুলার বাস্তবায়নে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের সমর্থনে তিন শ’ আসনে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে (নির্বাচনী তহবিল ও সমন্বয় কমিটিদ) গঠন কল্পে ১০ আগস্ট ‘ ১০আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ফটিকছড়ি থানা সদরে থানা সভাপতি মাওলানা সালাহ উদ্দীন দৌলতপুরীর সভাপতিত্বে ফটিকছিড় ও ভূজপুর থানা উত্তর-দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
থানা সেক্রেটারি আলী আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি এবং কেন্দ্র ঘোষিত ও চরমোনাই পীর সাহেব মনোনীত ফটিকছড়ি-২ সংসদীয় আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মতি উল্লাহ্ নূরী, জেলা যুব সভাপতি মাওলানা মামুনুর রশাীদ এবং আরব আমিরাতের সাবেক দায়িত্বশীল ও থানা উপদেষ্টা জননেতা মাওলানা আকম কাসেম ওসমানী।
উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন ও মুজাহিদ কমিটির জেলা, থানা ও তৃণমূল নেতৃবৃন্দ।
থানা যুব নেতা মাওলানা ইবরাহীম খলীলের পবিত্র কোরান তেলাওয়াত ও সহ সভাপতি মাওলানা ডা. গোলাম মোস্তাফা চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু ও সভাপতির সমাপনী বক্তব্য, প্রধান অতিথির মোনাজাত শেষে
সাবেক ছাত্র নেতা ও ফটিকছড়ি পৌর সভাপতি হাফেজ এরশাদুল্লাহকে আহ্বায়ক, আব্দুল খালেক কাঞ্চনকে যুগ্ম আহ্বায়ক, আলী আকবরকে সদস্য সচিব, সাংবাদিক মাওলানা ওমর ফারুক আজাদকে যুগ্ম সচিব ও সাবেক ছাত্র নেতা মাওলানা শওকত আজমীকে অর্থ সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচনী সমন্বয় কমিটি গঠন করা হয়।