ফটিকছড়ি প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ৩১ ২০১৯, ১৫:২৯

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য ” শীর্ষক আলাচনা সভা ও ইফতার মাহফিল ২৪ রমজান, ৩০ মে বৃহস্পতিবার উপজেলা পরিষদস্থ শহীদ জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাসানুল কবির।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রফিকুল আলমের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সৈয়দ নজিবুল বশর ভান্ডারী এম.পি’র পিএস মুহাম্মদ সেলিম মিয়াজী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুহাম্মদ আবছার উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মঈনুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ত্বরিকত ফেডারেশনের সেক্রেটারী মুহাম্মদ আলমগীর আলম, নাজিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ , কাউন্সিলর মুহাম্মদ আবু তৈয়ব, নাকসুর সাবেক জিএস আব্দুল কুদ্দুস, বৃহত্তর ফটিকছড়ি সমিতির কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজম, যুবনেতা দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা মীর মোরশেদ, যুবনেতা এসএম মাসুদ পারভেজ, সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ, যুগ্ম-সম্পাদক আবু এখলাছ ঝিনুক, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মাসুদ, প্রচার সম্পাদক মুহাম্মদ দৌলত শওকত, সমাজসেবা সম্পাদক মোঃ কামাল উদ্দীন, পাঠাগার সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী ও মুহাম্মদ জোনায়েদ, স্থায়ী সদস্য মোহাম্মদ কাউছার সিকদার, সহযোগী সদস্য আহমদ এরশাদ খোকন ও আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম ওমর ফারুক আজাদ । পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ মাওলানা সৈয়দ ইব্রাহিম কাসেম।

এছাড়াও এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ ফটিকছড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।