ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল রূপান্তরে এগিয়ে আসল এক পরিবার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৭ ২০২০, ১১:৫২

মোহাম্মদ জিপন উদ্দিন,চট্টগ্রাম;

অন্যান্য রাষ্ট্রের মত বাংলাদেশেও ভয়াবহ রূপধারণ করেছে কোভিট-১৯ করোনা ভাইরাস, ১লাখ ছুঁই ছুঁই বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার বিস্তার রোধ যেন কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা, দিনকেদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ফটিকছড়ি জনগণের সু-চিকিৎসার কথা বিবেচনা করে করােনা আক্রান্ত রােগীদের জন্য ফটিকছড়ি পৌরসভাস্থ ২০ শয্যা হাসপাতালটিকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান, চট্টগ্রাম -২(ফটিকছড়ি) আসনের সংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। কিন্তু সরকারি কোন অর্থায়নে নয় তা রূপান্তর হবে সাধারণ মানুষের নিজস্ব প্রচেষ্টায়। আর তার অনুপাতে এগিয়ে আসল পাইন্দং ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার তালুকদার বাড়ীর কৃতিসন্তান দুবাই প্রবাসী জানে আলম, নুরুল আবছার, আহমেদুল হক, এম এ সুজন তালুকদার, মিজানুর রহমান ফরহাদ এর পরিবার। এ পরিবারের পক্ষ থেকে ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল রুপান্তরের জন্য উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৬জুন) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাহেদুল আলম,আবুল কালাম আজাদ, মিজানুর রহমান ফরহাদ, মাওঃ নিজাম উদ্দিন, সাইফ, আব্বাছ উদ্দিন, শাওন, নেজাম প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, এমন সময়ে যারা নিজস্ব উদ্যোগ ভেবে এগিয়ে আসছে তাদের ফটিকছড়িবাসী আজীবন মনে রাখবে। তিনি বলেন, আমাদের বিশেষায়িত হাসপাতাল রূপান্তরের জন্য প্রতিদিন কেউ না কেউ কিছু না কিছু অনুদান দিয়েই যাচ্ছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের কাজ সফল হবেই। এখন শুধু সংকট রয়েছে নার্সের যদি কেউ যদি নার্সের কাজ করতে চাই তাদের প্র‍তি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।