ফটিকছড়ি করোনা হাসপাতালে ৩ লক্ষ টাকা অনুদানের ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৮ ২০২০, ২৩:৪৪

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দিবেন বিশিষ্ট শিল্পপতি, জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপ(ঢাকা-কলকাতা) ‘র ডিএমডি, সমাজকর্মী মোঃ মেহেদি হাসান বিপ্লব।

সম্প্রতি ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল করার ঘোষণা দেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এই হাসপাতালের ব্যয় ভার বহনের জন্য একটি ফান্ড গঠন করা হয়। এই ফান্ডে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতার জন্য ফটিকছড়ির বিত্তশালীদের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।

ইতিমধ্যে দেশ বিদেশের অনেকে তার আহ্বানে সাড়া দিয়ে কোভিড-১৯ হাসপাতাল ফান্ডে সাধ্যমত অর্থ দিয়েছেন। পাশাপাশি এতে যুক্ত হয়েছেন দাঁতমারার সন্তান, বিশিষ্ট শিল্পপতি মোঃ মেহেদি হাসান বিপ্লব।

মেহেদি হাসান বিপ্লব ইতিমধ্যে ফটিকছড়িসহ দেশব্যাপী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

তিনি জানান, কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবতার কল্যাণেই আমি কাজ করে যাচ্ছি।