ফটিকছড়ি উপজেলা প্রশাসনের অর্থায়নে গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৩ ২০২০, ১৬:২৮
মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা পরিষদের অর্থায়নে দুঃস্থ ও গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলা জহুরুল হক মিলায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও ভাইস চেয়ারম্যান মোঃ সালামত উল্লাহ শাহীন।
সেলাই মেশিন বিতরণ কর্মসূচী শেষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।