ফটিকছড়ি অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন
একুশে জার্নাল
জুন ০২ ২০১৮, ০৯:৩১
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ, ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলার অনলাইন সাংবাদিকদের কল্যাণে ফটিকছড়ি অনলাইন প্রেসক্লাব গঠন করা হয়েছে।
গত (১ জুন) শুক্রবার ফটিকছড়ি অস্থায়ী কার্যালয়ে সাপ্তাহিক ফটিকছড়ি খবরের সম্পাদক কাউছার সিকদারের সভাপতিত্বে অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীন,ওমর ফারুক আজাদ,মোঃ সাইফুল ইসলাম,মোঃ জাহেদ, ফারুক ,সুজন বড়ুয়া,এনায়েত প্রমূখ।
এতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক ফটিকছড়ি খবরের সম্পাদক কাউছার সিকদারকে সভাপতি,নিউজ ভিশনবিডি ৭১ডট কম এর চট্টগ্রাম প্রতিনিধি নাছির উদ্দীন মানিককে সহ- সভাপতি,নব আলো ২৪ ডট কম ও সিটিজি পোষ্ট এর ফটিকছড়ি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক,আওয়ার ইসলাম ২৪ এর ফটিকছড়ি প্রতিনিধি ওমর ফারুক আজাদকে যুগ্ম-সম্পাদক,দৈনিক নয়াবাংলার ফটিকছড়ি প্রতিনিধি এইচ.এম.সাইফুদ্দীনকে সাংগঠনিক সম্পাদক,সময়ের নিউজের ফটিকছড়ি প্রতিনিধি মোঃ হোসাইনকে অর্থ সম্পাদক,দৈনিক সকালের সময়,ফটিকছড়ি প্রতিনিধি ওবাইদুল আকবর রুবেলকে প্রচার সম্পাদক,সাংবাদিক ওমর ফারুক, ,মোঃ জাহেদ, ফারুক ,সুজন বড়ুয়া,এনায়েতকে সদস্য করে ২ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।