ফটিকছড়ির ৪ ইউনিয়নে নির্বাচন ২০ অক্টোবর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৫ ২০২০, ১৮:২২

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে আগামী ২০অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে।

উপজেলার সুয়াবিল ইউনিয়নে পূর্ণাঙ্গ, নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং দুই ইউ.পি সদস্যের মৃত্যুতে খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও জাফতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউ.পি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবং ১৫সেপ্টেম্বর (মঙ্গলবার) ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করতে হবে এবং ২৬সেপ্টেম্বর মনোনয়ন বাছাই করা হবে। আগামি ৩অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। এরপর ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।