ফটিকছড়ির মুনাফখীল মাদ্রাসায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
একুশে জার্নাল
অক্টোবর ০৮ ২০১৮, ২২:৩৬

নিজস্ব সংবাদদাতা: শিশুদের মাঝে ব্যক্তি ও রাষ্ট্রিয় পরিচিতির বুনিয়াদি শিক্ষার উপর দক্ষতার লক্ষে ফটিকছড়ির জামেয়া অারবিয়া হেদায়াতুল ইসলাম (মুনাফখীল মাদ্রাসা)’য় অনুষ্টিত হয়েছে ব্যাতিক্রমধর্মী প্রতিযোগিতা।
এতে হিফজ বিভাগের শিক্ষার্থীরা ব্যক্তি ও রাষ্ট্রিয় পরিচয়ের উপর লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করে।
গতকাল (৮ অক্টোবর)সোমবার, জামিয়া অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও উত্তীর্ণ দশ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়। জামেয়ার প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ এর সভাপতিত্বে ও অাবদুল হান্নান জুলফিকার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামেয়ার শিক্ষা পরিচালক মুফতি ইলিয়াছ। পরিদর্শক হিসেবে ছিলেন নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা দৌলত অালী খান ও দারুল হিকমা অাদর্শ মাদ্রাসার চেয়ারম্যান গাজি মাহবুবুল অালম।
অন্যান্যদের মাঝে অারও উপস্থিত ছিলেন জামেয়ার হেফজ বিভাগের প্রধান হাফেজ ইব্রাহিম, মাওলানা দৌলত সিকদার, মাস্টার মোবারক হোসেন ও অাবু বকর সিদ্দিক।