ফটিকছড়ির নাজিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ২ বছরের শিশুর মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৪ ২০১৮, ১৮:১৬

নিজস্ব প্রতিনিধি:ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে আহিয়ান শাহ (২) নামে এক শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

গতকাল (২৪ আগস্ট রোজ) শুক্রবার পৌর আমান শাহ তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত আহিয়ান শাহ সে পৌর নাজিরহাটের আমান শাহ তালুকদার বাড়ীর জনৈক তৌহিদ শাহ’র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের মেঝেতে খেলতে খেলতে ঘরে পড়ে থাকা নষ্ট ফ্রীজের সংস্পর্শে গেলে ফ্রীজের সংযোগ বৈদ্যুতিক তারের সাথে শর্ট লেগে তাৎক্ষনিক তার মৃত্যু হয়।