ফটিকছড়িতে ৬ লাখ টাকা ছিনতাই, ৭ যুবলীগ কর্মী গ্রেপ্তার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২১ ২০১৯, ০৫:৩১

 

ফটিকছড়িতে ৬ লাখ টাকা ছিনতাইয়ের  ঘটনায় নাজিরহাটের ৭ যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ জানুয়ারী চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভাধীন কুম্ভারপাড়া বাঘমারা পুকুর সংলগ্ন এলাকায় নিজাম উদ্দীন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতায়ের ঘটনায় ফটিকছড়ি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তাৎক্ষণাৎ ২ লাখ ২ হাজার টাকা ও ১৮ জানুয়ারী রাতে সাড়ে ৩ লাখ টাকাসহ মোট ৫ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।

২০ জানুয়ারী মধ্যরাতে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মোঃ দুলাল হোসেন পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বায়েজীদ থানা পুলিশের সহায়তায় এজাহার নামীয় ৪ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাজিরহাট পৌরসভাধীন কুম্ভারপাড়া এলাকার মনা চৌকিদারের ছেলে মোঃ হোসাইন, মোঃ রুবেল, শুক্কুর সওদাগরের ছেলে মহিবুল্লাহ, জামাল আহমদের ছেলে আলমগীর, দৌলতপুরের মৃত আবু তাহেরের ছেলে মোঃ সাহেদ, শামশুল আলমের ছেলে এমরান উদ্দীন ও শাহাজানের ছেলে মোঃ আরাফাত।

জানা যায়, গত ১৯ জানুয়ারী ৬ লাখ টাকা ছিনতায়ের ঘটনায় ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দীন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ ৬ জনকে আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। যার নং ১৩ দায়ের করে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অাটকৃতরা সবাই যুবলীগের রাজনীতিতে সক্রিয়। স্থানীয়রা জানান, তারা স্থানীয় ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মঈন উদ্দীনের অনুসারী বলে এলাকায় পরিচিত।