ফটিকছড়িতে ৪ তলার ছাদ থেকে পড়ে বৃদ্ধা মহিলার মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৬ ২০১৯, ২২:১০

 

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪ তলার ছাদ থেকে পড়ে মাসুদা খাতুন নামে (৬৫) এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড মমতাজ বিল্ডিংএ ঘটনা ঘটে। তিনি হাটহাজারী থানার ইছাপুর গ্রামের মৃত ফয়েজ আহম্মদের স্ত্রী।

বর্তমান সে পুত্রবধুর সাথে ফটিকছড়ি পৌরসভার মমতাজ বিল্ডিং এ থাকত বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পুত্রবধু শারমিন আকতারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

২৬ শে জুন সকালে পুত্রবধু শারমিন আকতার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মহিলাটি আত্মহত্যা করছে,নাকি অসাবধনতায় পড়ে গেছে, নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা নিয়ে দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

নিহতের মেঝ ছেলে ইলেক্ট্রশিয়ান মোঃ মহিন উদ্দীন
জানান, দীর্ঘদিন ধরে তার মাকে নির্যাতন করে আসছে তার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন আকতার। তার মা আত্বহত্যা করেনি। তার মাকে আত্বহত্যা করতে বাধ্য করেছে তার ছোট ভাই প্রবাসী মোঃ আলাউদ্দীনের স্ত্রী শারমিন। নির্যাতন সয্য করতে না পেরে তার মা আত্বহত্যা করেছে বলে তিনি জানান। তিনি এর উপযুক্ত বিচার দাবী করেছেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আকতার বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসি।
নিহতের বড় ছেলে বিদেশ থেকে আসতেছে। আত্মহত্যা নাকি পড়ে গিয়ে মারা গেছে তা তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।