ফটিকছড়িতে ২৭টি কওমী মাদ্রাসা পেল প্রধানমন্ত্রীর অর্থ উপহার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০৪ ২০২০, ১৪:০৯

সীরাত মঞ্জুর, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ফটিকছড়ির ২৭টি কওমী মাদ্রাসার দুস্থঃ শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ লাখ ৪৫ হাজার টাকা উপহার দিলেন।

রবিবার (৩মে) ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে, কোভিট-১৯ প্রতিরোধের লক্ষ্যে উপজেলা কমিটির বিশেষ সভায় ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব ফটিকছড়ি ২৭টি কওমী মাদ্রাসার শিক্ষকদের হাতে প্রধানমন্ত্রীর ৪লক্ষ ৪৫ হাজার টাকার উপহারের চেক তুলে দেয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ফটিকছড়ির বিভিন্ন কওমী মাদ্রাসার প্রধান ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়ি ২৭টি কওমী মার্দরাসা করেনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রাসার দুস্থঃ শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ লাখ ৪৫ হাজার টাকা উপহার পাঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া নির্দেশনা অনুসারে প্রধানমন্ত্রীর উপহারের টাকার চেক প্রতিষ্টানের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।