ফটিকছড়িতে হাতপাখা প্রার্থীর অনুষ্ঠানিক প্রচারণা !

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১২ ২০১৮, ১০:৫৭

ফটিকছড়ি প্রতিনিধিঃ- চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনে পীর সাহেব চরমোনাই মনোনিত ইসলামী আন্দোলন বাংলাদেশে এর হাতপাখার একক প্রার্থী মাওলানা আতিকুল্লাহ বাবুনগরীর অনুষ্ঠানিক প্রচারণা এবং পথসভা করেছে।

আজ (১২ ডিসেম্বর) সকাল প্রার্থীর নিজ্ব প্রতিষ্ঠান বাবুনগর মহিলা মাদ্রাসার সামনে প্রচারণার লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচারণার লক্ষ্যে পথসভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মতিউল্লাহ নুরী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র নেতা কাজী জসিম উদ্দীন,ফটিকছড়ি পৌরসভার অটোরিকশা চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম,এলাকার জনপ্রতিনিধি মাওলানা আমিরুল ইসলাম,
হাটহাজারী ইশার সভাপতি আমির হোসেন,নুর হোসাইন নুরানী,বাবুনগর মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা নাসির উদ্দীন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর থানার সভাপতি মাওলানা খালেদ সুলতানী,ইশা ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আমিনী, মাওলানা নাসির উদ্দীন, এলাকার জনপ্রতিনিধি মুনির আহমদ,জহিরুল আমিন,আমির হোসেন, ইশা ছাত্র আন্দলনের উপজেলার সভাপতি সাইফুল ইসলাম,সহ সভাপতি ইকরাম, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন,ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা মামুনুর রশিদ,ফটিকছড়ি ইশার সাংগঠনিক সম্পাদক মু. হোসেন আমহদ,যুগ্ম সম্পাদক মাওলানা সওকত আজমী।

ইসলামী যুব আন্দোলনের নেতা ওমর ফারুক আজাদের সঞ্চালনায় ও
মুজাহিদ কমিটির সভাপতি ইমরান কাশেমীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।পথ সভার শেষে প্রার্থী তার বাবা কবর জিয়ারত ও মায়ের দোয়া নিয়ে প্রচারণার অনুষ্ঠিতা শুরু করেন।

প্রচারণার লক্ষ্যে বাবুরনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হারুন বাবুনগরীর খবর জিয়ারত করেন এবং বর্তামান বাবুনগর মাদ্রাসার মুহতামীম মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন।