ফটিকছড়িতে বজ্রপাতে ঘরের ভেতরেই শিশুর মৃত্যু, আহত ৪
একুশে জার্নাল
জুন ০২ ২০২০, ০০:২৮

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: উত্তর চট্টলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির ৫নং ওয়ার্ডের পশ্চিম হাসনাবাদ খিল্লাপাড়ায় বজ্রপাতে জুবায়েদ হোসেন (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪জন।
গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে নিহত জুবায়েদের বড় বোন জোমায়েত নেছা(১৪)।
নিহত জুবায়েদ ও গুরুতর আহত জোমায়েত নেছা পশ্চিম হাসনাবাদের বনবিট অফিস সংলগ্ন খিল্লাপাড়ার মাওলানা মহুরম আলীর শিশু পুত্র/কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বজ্রপাত হলে ঘরের উপরে থাকা নারিকেল গাছে থাকা সোলারের সাথে বজ্রপাতের সংঘর্ষ হলে ঘরের ভিতরেই মারা যায় জুবায়েদ এবং আহত হয় আরো ৪জন।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোঃ তৌহিদ বলেন, আজ দুপুরে খিল্লাপাড়ায় বজ্রপাতে ১শিশু সহ ৪জন আহত হয়েছে, নিহত জুবায়েদের বড় বোন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার কান দিয়ে প্রচুর পানি বের হচ্ছে বলেও জানান তিনি। নিহত শিশু জুবায়েদের জানাযা মাগরিবের পরে সম্পন্ন হয়েছে।