ফটিকছড়িতে পারিবারিক কোন্দলে নারী ও শিক্ষক আহত
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৭ ২০২০, ১৪:৫১
ফটিকছড়ি উপজেলার অর্ন্তভুক্ত নারায়ণহাট ইউনিয়নে গত বৃহস্পতিবার সকালে ঝগড়ার জের ধরে মৃত্যুর কোলে ঢলে পড়ে মীশু অাক্তার(২৫) নামে এক যুবতী এবং অাহত হন অাহমেদ সাবের(৭৮) নামের এক শিক্ষক।স্থানীয় সূত্রে জানা যায় ওইদিন সকালে মীশুর মা এবং ভাই শহরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যায়।এইদিকে মীশু একা হয়ে গেলে তাদের গাছ কেটে ফেলে অাহমেদ সাবেরের পরিবারের একজন।মীশু এইসব তার মোবাইলে ভিডিও করে রাখে এবং তার ভাইদের মোবাইলে ফোনের মাধ্যমে এইসব জানায়।মীশু ও সাবের মাস্টারের পরিবারের সাথে তর্কাতর্কি শুরু হয়।তর্কাতর্কি চলে বিকাল পর্যন্ত। এরই মধ্যে মীশু তার ভিডিওগুলো কনুকে (২৮) দেখায়।কনু ভিডিওর কথা সাবের মাস্টারের পরিবারকে জানালে সন্ধ্যায় মীশুর উপর অতর্কিত হামলা চালিয়ে তার মোবাইল ও স্বর্নলংকার জোরপূর্বক নিয়ে নেয়।এতে মীশু ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের উপর ইট ছুঁড়ে। ইট সাবের মাস্টারের মাথায় পড়লে তার পরিবারের সদস্যরা এসে মীশুকে মারধর করে।পরে মীশুকে চমেকে ভর্তি করান তার পরিবার এবং সাবের মাস্টারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার মূল হিসেবে জানা যায় অনেক বছর অাগে সাবের মাস্টারের ভাই গনি মিঞা ইন্তেকাল করেন। তারপরে গনি মিঞাা পরিবারকে দেখাশোনা করেন অাহমেদ সাবের।দীর্ঘকাল ধরে গণি মিঞার পরিবার তাদের সম্পত্তির জন্য বিচার চাই সমাজ ও ইউনিয়নে।এমনকি মামলা পর্যন্ত করা হয় যা এখনো চলছে।তারই সূত্র ধরে এই ঘটনা ঘটে।
বর্তমানে অাহমেদ সাবের কিছুটা সুস্থ হলেও মীশু অনেকটা অসুস্থ।