ফটিকছড়িতে দুই শতাধিক শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো সুয়াবিল ফাউন্ডেশন
একুশে জার্নাল
জানুয়ারি ২২ ২০১৯, ১৫:৫৭

ফটিকছড়ির উপজেলার সুয়াবিলের অন্যতম স্বেচ্ছেসেবী সামাজিক সংগঠন সুয়াবিল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে সুয়াবিলের বারমাসিয়া তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে দুই শতাধিক শীতার্তকে শীত বস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অাজাহার অালমের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষানুরাগী বাদশা অালম তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বারমাসিয়া চা বাগানের পরিচালক পরমেশ্বর চন্দ্র বিশ্বাস (বাবুল বিশ্বাস)। প্রধান অালোচক ছিলেন মাস্টার মো. নাজিম উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মাজহারুল হক চৌধুরী, মাওলানা অাব্দুস সবুর অাল কাদেরী, মু. সুমন সিকদার, জয়নাল অাবেদীন, মুক্তিযোদ্ধা অাব্দুর রশিদ, মো. সেলিম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিপু সোলতান, ইরফান, রনি, তুহিন, সাহদাত, ইব্রাহীম, সুজন, জয় শাহা, ইমন দাশ, সোহাগ, অারমান, বাবু প্রমূখ।