ফটিকছড়িতে দুই ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে দিলো গ্রামবাসী
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৭ ২০১৯, ২৩:০৪
ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগরে দুই ইয়াবা কারবারিকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী।
২৬ এপ্রিল রাত ১০টার দিকে পশ্চিম কাঞ্চননগর রাজা রাস্তার মাথা এলাকা থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদেরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। আটককৃতরা হলেন, কাঞ্চননগর ফরেস্ট দোকান এলাকার আবু তৈয়ব এবং একই এলাকার বাসিন্দা রজব আলী।
জানা যায়, ২৬ এপ্রিল রাত ১০টার দিকে পশ্চিম কাঞ্চননগর রাজা রাস্তার মাথা এলাকায় দুই ব্যক্তিকে অস্বাভাবিক ভাবে ঘুরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধরে কাঞ্চননগর পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ এসে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১২পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
আটককৃত দু’জন সহ একটি চক্র দীর্ঘদিন ধরে কাঞ্চননগরের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলো বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় । আটককৃত দু’জনের মধ্যে তৈয়ব পেশাদার ইয়াবা সরবরাহকারী বলেও জানা গেছে।
দুই ইয়াবা কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাঞ্চননগর পুলিশ ফাড়ির দায়িত্বরত এসআই শহিদুল ইসলাম।
আটককৃতদের থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।