ফটিকছড়িতে চা বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৭ ২০১৮, ১৩:০০

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকার বার মাসিয়া চা বাগান থেকে অানুমানিক (৭০) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

অাজ ১৭ ডিসেম্বর (সোমবার) দুপুরে বার মাসিয়া চা বাগানের ১৪ নাম্বর ব্লক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বার মাসিয়া চা বাগানের শ্রমিকরা চা বাগানে পাতা তোলার সময় অাজ সোমবার দুপুরে বাগানের ১৪ নম্বর ব্লকে গেলে সেখানে অানুমানিক ৭০ বছর বয়সী এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে বাগানের ম্যানেজার কে খবর দেয়।
তবে এখনো লাশেরর পরিচয় শনাক্ত করা পরিচয় শনাক্ত করা যায়নি।
লাশের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।

এদিকে খবর পেয়ে ভূজপুর থানা পুলিশের টিম এসে লাশ উদ্ধার করে। এব্যাপারে ভূজপুর থানার ওসি শেখ অাব্দুল্লাহ বলেন, লাশ পাওয়ার সংবাদ পেয়েছি।