ফটিকছড়িতে গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
জুন ১৬ ২০২০, ১৯:৩৮

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম;
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের পাশ্বের্ বড়ুয়া পাড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার পাইন্দং ইউপির বৃন্দাবনহাট বাজার বড়ুয়া পাড়া ব্রীজের পাশের একটি পুকুর পাড়ের গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পকেটে থাকা মানি ব্যাগ থেকে বোয়ালখালী উপজেলার বাসিন্দা বলে পরিচয় মিলে।
সকালে পথচারীরা গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে স্থানীয় ইউপি সদস্য গৌতম বড়ুয়াকে জানান। তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর মৃতদেহ অপরিচিত হওয়ায় তল্লাশি করে একটি মানিব্যাগ পায় পুলিশ।
মানিব্যাগে থাকা একটি ছবি ও পরিচয়পত্র দেখে মৃতের পরিচয় শনাক্ত হয়। মৃত যুবকের নাম উজ্জল বড়ুয়া, তিনি বোয়ালখালী উপজেলার গোমদন্ডি গ্রামের বাসিন্দা জানা বলে জানা গেছে
স্থানীয় ইউপি সদস্য গৌতম বড়ুয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা, নাকি আত্মহত্যা সেটি আমরা খতিয়ে দেখছি। মৃতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।