ফটিকছড়িতে গণমানুষের নেতা রফিকুল আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৫ ২০২০, ১৭:৪৪

মোহাম্মদ জিপন উদ্দিন,চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক দুইবারের সাংসদ ফটিকছড়ি গণমানুষের নেতা রফিকুল আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধানিবেদন ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫অক্টোবর) সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন। এরপর নানুপুর ঢাল কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রফিকুল আনোয়ারের স্বরণে স্বরণসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা খাদিজাতুল আনোয়ার সনি(এমপি), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, ফটিকছড়ি পৌর মেয়র মো. ইসমাইল হোসেন প্রমুখ।

স্বরণসভায় বক্তারা রফিকুল আনোয়ারের রাজনৈতিক জীবন ও এমপি হিসাবে ফটিকছড়ি মানুষের জন্য যে অবদান রেখে গেছেন তা শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

উল্লেখ্য, রফিকুল আনোয়ার নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। ফটিকছড়ির মানুষ আজও তাকে শ্রদ্ধার সাথে স্বরণ করেন।