ফটিকছড়িতে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার
একুশে জার্নাল
আগস্ট ২৬ ২০১৮, ২০:২৫
নিজস্ব প্রতিনিধি; ফটিকছড়ি উপজেলার পাঁচ পুকুরিয়া সাকিনস্থ স্কুল সংলগ্ন বশর এর দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারীকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
গতকাল বরিবার এসআই মোঃ ফখরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো মোঃ শহীদ (২৫) পিতা-মোঃ নুরুল ইসলাম মেম্বার, সাং-ধুরং, কলি ঘর বাড়ী, মোঃ শওকত (৪০) পিতা-আবুল হোসেন, সাং-ধুরং, আনোয়ার আলী সওদাগর বাড়ী, উভয় ফটিকছড়ি পৌরসভার,
মোঃ মনজু (২৬) পিতা-মৃত সোলেমান চৌকিদার, ওমর ফারুক রিমন (২৫) পিতা-মোঃ আবুল কালাম, উভয় সাং-পাঁচ পুকুরিয়া, মোজ্জাফর চৌধুরী বাড়ী।
এসময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীগণ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা ও সেবন করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে পুলিশের সুত্রে জানা যায়।