ফটিকছড়িতে ইউপি সদস্য লোকমান মেম্বারের উপর হামলাকারী গ্রেপ্তার
একুশে জার্নাল
নভেম্বর ২৭ ২০১৮, ০৫:৫০
ফটিকছড়ির নারায়ণহাট ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান মেম্বারের উপর হামলাকারী আরিফুল ইসলাম(২৫) নামে একজনকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।
আজ সন্ধ্যায় ভূজপুরের নারায়ণহাট ইউপির শৈলকোপা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
আরিফুল উক্ত ইউপির শৈলকোপা গ্রামের জনৈক ফুল মিয়ার ছেলে।
ইউপি সদস্য লোকমান বলেন, আমার উপর হামলাকারীর মধ্যে আরিফ অন্যতম।সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।আজ এলাকার সকলে মিলে তাকে পুলিশের হাতে সোপর্দ করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ভূজপুর থানা তদন্ত অফিসার মুহাম্মদ হেলাল উদ্দীন বলেন, লোকমান মেম্বারের উপর হামলায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করি। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে
ভূজপুর থানাধীন ৩নং নারায়নহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ লোকমানকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক যখম করে পালিছিলো দূর্বৃত্তরা।
হামলার পরের দিন ইউপি সদস্য লোকমান ভূজপুর থানায় মামলা করেন।